বহুভুজের সব কোণের সমষ্টি নির্ণয়ের উপায়

বহুভুজের সব কোণের সমষ্টির সূত্র :কোন বহুভুজের বাহুর সংখ্যা   n  হলে এর সবগুলো কোণের সমষ্টি হবে = (n-2)*180

 যেমন,
 ত্রিভুজের ক্ষেত্রে n=3 , তাই এর সবগুলো কোণের সমষ্টি  =(3-2)*180=180 
চতুর্ভুজের ক্ষেত্রে n=4 , তাই এর সবগুলো কোণের সমষ্টি  =(4-2)*180=360
পঞ্চভূজের ক্ষেত্রে n=5 , তাই এর সবগুলো কোণের সমষ্টি  =(5-2)*180=540
ষষ্টভূজের ক্ষেত্রে n=6 , তাই এর সবগুলো কোণের সমষ্টি  =(6-2)*180=720
এভাবে বাকি গুলোও বের করা যাবে ।

No comments

Theme images by nicodemos. Powered by Blogger.