What we should do to do a good result? | Abdullah Al Asif

 
এক সময় তেমন ভালো ছাত্র না হওয়া সত্ত্বেও আমি বুয়েট ,মেডিকেল ,ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি । কিন্তু কিভাবে আমি এরকম রেজাল্ট করতে পারলাম ?
ইন্টারমিডিয়েটের দুই বছর খারাপ ছাত্রকে ভালো ছাত্রের তকমা দিয়ে আকাশে তুলতে পারে আবার কোন কোন ভালো ছাত্রকে মাটিতে নামিয়ে দিতে পারে ।
আমকে অবশ্যই কিছু জিনিস sacrifice করতে হয়েছে। হ্যাঁ, ভালো কিছু পেতে হলে কিছু দিতে হয়। তবে আমি যা পেয়েছি তা আমার sacrifice কেও উপভোগ্য করে তুলেছে।
দিনশেষে আমি এটাই বলব যে আমি যা কিছু পেয়েছি সবই আল্লাহ তা'লার দান। সকল প্রশংসার মালিক আল্লাহ তা'লা

No comments

Theme images by nicodemos. Powered by Blogger.