সমীকরণ কথা বলে! পরাবৃত্তের উপকেন্দ্র, নিয়ামকরেখা, অক্ষরেখার, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ | Abdullah Al Asif

সমীকরণ কথা বলে!


পরাবৃত্তের আদর্শ সমীকরণ y^2=4ax , y^2=-4ax, x^2=4ay ,x^2=-4ay এর উপকেন্দ্রের স্থানাঙ্ক , নিয়ামকরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ : মোট 4*4=16 টি সমীকরণ মনে রাখা একটু কঠিনই নয় কি? না , কোন কঠিন নয় । মুখস্থ করার দরকার নেই । মনে মনে চিত্র visualize করে তা থেকে সূত্র এনে time নষ্ট করারও দরকার নেই । সমীকরণকে প্রশ্ন কর । হে  y^2=4ax , তোর উপকেন্দ্রের স্থানাঙ্ক কী? তোর নিয়ামকরেখার সমীকরণ কী? উত্তর পেয়ে যাবে!

No comments

Theme images by nicodemos. Powered by Blogger.